আক্ষেপের অন্তরে জ্বালামুখী অন্তর্ভুক্ত,
আজীবন খেয়েও রয়ে গেলাম অভুক্ত।
শুদ্ধিকরণ নাকি বৃথা প্রয়াস আজকাল,
সেইতো একঘেয়েমি দিবস-রাত বেহাল!
নীলাকাশে ছন্নছাড়া বিক্ষিপ্ত জরাজীর্ণ,
কত উজাড় স্বপ্ন উড়ান বাস্তবে বিদীর্ণ।
ছুঁয়ে দেখা হলো না একটিও অবশেষে,
হাত ফসকে বেড়িয়ে গেল অধরা শেষে।
রাগ প্রস্তুত এঁকে আয়োজনে ডুবে যায়,
বেসামাল চিরসবুজ অবুঝ আঁকে হায়!
অপয়া জীবনী ক্ষেত্রফলে নব স্বপ্নাবিষ্ট,
জানি, এসময় দুঃখময় হবে না আবিষ্ট।
তারচেয়ে মনেপ্রাণে ভালোবেসে যাই,
নিজের নিজেকে, যদি কিছুই না পাই।
এখানেই স্বর্গ সুখ স্বাচ্ছন্দ্য আলপনায়,
আর নয় মিছেমিছি নিরর্থক কল্পনায়।
=========