মানুষের মনুষ্যত্ব এখন আর নেই আগের মতো।
সময়ের স্রোতে, লাভ-ক্ষতির হিসেব মিলাতে—
ভুলে গেছি কীভাবে মানুষ হওয়া যায়।
সম্পর্কগুলো যেন এখন চুক্তিতে বাঁধা!
হৃদয়ের উষ্ণতা শুষে নেয়, প্রযুক্তি পর্দায়।
মানুষের ভেতরের মায়া, প্রেম, সম্মান, সহানুভূতি—
সব কিছুই ক্রমে ক্রমে ধুসর হয়ে যাচ্ছে।
মানুষ হয়তো এখনো হাঁটে, কথা বলে, হাসে,
কিন্তু সেই মনুষ্যত্ব?
সে তো কেবলই একটি স্মৃতির মতো।

মানুষ মানুষকে চেনে এখন লাভ-ক্ষতির মানদণ্ডে।
ভালোবাসার জায়গায় এসেছে স্বার্থের লেনদেন।
অন্যের কষ্টের দিকে তাকানোর আগে—
আমরা ভাবি, ‘আমার লাভ কী?’
কোথায় গেল সেই মানবিকতা! যা একসময় আমাদের মধ্যে ছিল,
যা দিয়ে মানুষ মানুষকে চিনত?

এখন যেন কেবল আমরা নিজের জন্যই বাঁচি।
এই ভূলুণ্ঠিত মনুষ্যত্বকে, আর কি ফিরে পাওয়া সম্ভব?
নাকি আমরা সবাই এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি,
যেখানে মানুষ হয়েও, আমরা মানুষ হতে ভুলে গেছি?

=========