নিভৃত নিশীথে নক্ষত্রের নিনাদ,
অনাহত অলিন্দে আঁধার আবাদ।
সংবর্তের সুরে সুদূর সঙ্গীত বাজে,
মর্মরিত মরূদ্যান, ম্রিয়মাণ সাজে।

কঠিন কাঁকন জড়ায়ে করতলে,
আলোক-আবরণে আকাঙ্ক্ষা দোলে।
ধূলিধূসর ধ্রুপদে ধ্যানের ধ্রুব,
জ্যোতির্ময় যোজনায় যাত্রাপথ শুভ।

রুদ্ধ রোদন রন্ধ্রে রহস্যময় রাত্রি,
সমুদ্রের সম্মোহনে সমাহিত স্মৃতি।
চূর্ণ চরাচর চৈতন্যের চূড়ায়,
প্রচ্ছন্ন প্রণয় প্রবাহিত পুরায়।

প্রগাঢ় প্রতিধ্বনি প্রসন্ন পরিধি,
বেদনার বিজনে বিরহের নির্ঝরিণী।
নির্জন নিবিড়তায় নিমগ্ন নীরবতা,
অমোঘ অগ্নিপথে আবিষ্কারের ব্যাকুলতা।

=======