তুমি আমার কালো কালির কলম হবে?
যাকে দিয়ে রচিত হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের
"কেউ কথা রাখেনি"- কবিতার মতো
অপূর্ব কোনো কবিতা
কিংবা বুদ্ধদেব গুহের "একটু উষ্ণতার জন্য"
কিংবা "মাধুকরী" উপন্যাসের মতো কালজয়ী কোনো উপন্যাস!

তুমি আমার ছবি আঁকার ক্যানভাস হবে?
যে ক্যানভাসে আমি এঁকে নেব লিওনার্দো
দ্য ভিঞ্চির "মোনালিসা"।
কিংবা শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা
জগদ্বিখ্যাত ছবির মতো দৃষ্টিনন্দন কিছু ছবি!

তুমি আমার কোজাগরী চাঁদ হবে?
তোমার জোছনা গায়ে মেখে-
নির্ঘুম কাটিয়ে দিব সারাটি রাত!
অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে-
পান করব তোমার অপার সৌন্দর্য!
মাঝে মাঝেই খসে পড়বে একটি দুটি
তারা,
যেন তোমারই ছুঁড়ে দেয়া এক একটি লাল গোলাপ!

তুমি আমার ময়ূরপঙ্খী নৌকো হবে?
তোমায় নিয়ে ঘুরে বেড়াব ময়ূরাক্ষী নদী,
বিল-ঝিল আর সাগর-মহাসাগরে!
দেখব শতসহস্র পাল তোলা নৌকো,
আরো দেখব রংবেরঙের সব গাঙচিল
আর পানকৌড়িদের উদ্দাম উড়াউড়ি!
ঝিলের জলে হংস-মিথুনের জলকেলিতে
হারিয়ে যাব কল্পনার রাজ্যে!
হারিয়ে যাব দূরে বহুদূরে কোথাও
কোনো এক নির্জনতায় স্বর্গীয় অবগাহনে,
অনন্তের পথে অসীম শূন্যতায়!!

=======