হৃদয় ছিল একটুকরো উর্বর জমিন।
আস্তে আস্তে সেখানে বুনেছিলাম স্বপ্নের বীজ,
আশার সেচে ভিজিয়েছিলাম প্রতিটি কোণা।
সবুজ ফসল জন্মেছিল—
ভালোবাসা, বিশ্বাস, আর একটুকরো সুখের প্রত্যাশা।
তুমি এসেছিলে সেই জমিনে অতিথি হয়ে।
তোমার পায়ের ছাপ ছিলো আশীর্বাদের মতো।
তোমাকে দেখে মনে হয়েছিল,
তুমি খেয়াল রাখবে এ জমিনের,
আরও বেশি রঙিন করবে সবুজ স্বপ্নে।

কিন্তু তুমি আগুন ধরালে।
সেই সবুজ ফসল পুড়ে গেল এক নিমিষে।
দেখলাম, তুমি মজা পাচ্ছো;
পুড়ে যাওয়া আগুনে স্মৃতির বেগুন জ্বালিয়ে খেতে খেতে হাসছো।
কী সহজে তুমি ভুলে গেলে সব!
ভুলে গেলে জমিনের প্রতিটি শিকড়ের কান্না!
কীভাবে পারলে তুমি এমনটা?

হৃদয় পোড়ার গন্ধে ভরে গেল পুরো আকাশ।
তুমি তখনোও হাসলে,
যেনো এটা কোনো নাটকের দৃশ্য।
কিন্তু কি জানো—
পোড়ামাটিতেও নতুন করে ফসল ফলানো যায়।
আমি আবার শুরু করবো।
তুমিও একদিন বুঝবে, আগুন দিয়ে কোনো জমিন জেতা যায় না।
হৃদয়ের জমিনে বীজ থাকবে, সবুজ থাকবে, আগুন থাকবে না।

==========