আলগোছে সরিয়ে রাখি এলোমেলো সময়।
দিন যায়, মাস যায়, পেরিয়ে যায় বছর।
আজও হাতড়ে বেড়াই এক চিলতে সুখস্মৃতি।
কবে কোন মেঘমালার ফাঁকে দিয়েছিল উঁকি!

একফালি চাঁদ, এক আকাশ তাঁরার প্রহর!
তারপর পেরিয়ে গেল, শত-সহস্র বছর!
ফিরে আসে না! আসেনা আর কখনোই,
কালের আবর্তে হারিয়ে যাওয়া একমুঠো সুখ!

তবু প্রতিক্ষায় থাকি, যদি সে আসে ফিরে,
আবারও কোনো এক মাহেন্দ্রক্ষণে এই নীড়ে।
সেই চিরচেনা ভাঙাচালা, ভাঙা বেড়ার ফাঁকে!
যদি ফিরে আসে, এই স্থবির সুখস্মৃতির বাঁকে।

==========