মনের মৌবনে গুন গুনিয়ে
আমার ভূবন রাঙিয়ে সুরে,
অভিসারেতে হলে নিমগ্নিত
আমার এ গোপন অন্ত:পুরে ।

বাসনার স্বপ্ন পুরী বেড়ায়ে
আমার কোমল হৃদয় চড়ে,
আশার প্রদীপ জ্বালিয়ে দিলে
আমার জীবন আলোয় ভরে ।

ফাগুন-বেলায় নিশ্চুপে তুমি
আমার মন মহুয়ায় ঢুকে,
নীল যমুনার ঢেউ জাগালে
আমার সুপ্ত হৃদয়ের বুকে ।

প্রেম-ধারা অঝোরে ঝরালে
আমার নীল্ অম্বরে ভেসে,
মধুরিমায় ভরালে এই মন
আমার প্রিয়তমা হয়ে এসে ।

কি শুধা ঢালিলে সঙ্গোপনে
আমার আখির পানে চেয়ে,
তার সুখ বিজড়িত ধারায়
আমার ভিতর গেছে ছেয়ে ।

তব বাহুডোরে বেঁধে দিলে
আমার গোপন প্রেম-মেলা,
তারই বন্ধনে রচে স্বর্গপুরী
আমার সুখের সারা বেলা।

=======