পুষ্প সুবাসে আজ পুর্ণ চারিদিক
বায়ু মাঝে বিদ্যমান যৌবন,
তোমার মুখচন্দ্রে হাসি ফোটাতে
প্রকৃতির দেখ কত আয়োজন।
ভেবেছ কি কভূ তুমি কত নন্দন,
বিধাতা দানিছে কত রূপ-স্পন্দন
দর্পণ সম্মুখে দারিয়ে কভূ
দেখেছ কি তোমার মূখ।
রূপ যেন নয়, অদ্ভুত মায়া
বিমোহিত হয়ে যায় হৃদয়,
আপ্লুত হয় চোখ।
তোমার থেকে দূরে দুরে থাকে
সক্ষম তারা কতক্ষণ।
তোমার দীপ্তিময় হৃদয় দিয়ে
ধরাকেও করো দীপ্তমন।
দোয়া রবে চিরকালের লাগি
আপন আলোয় থাকো তৃপ্ত।
আজকের দিনে থেকোনা ম্লান
দাও হাসি ভরা প্রাণদিপ্ত।
প্রতিদিন তোমার হোক বিশেষ দিন,
তোমাতে বিরাজ করুক পুষ্পঘ্রাণ।
উপহার দিয়ে দেখাইনা কভূ,
আমার ভালোবাসা প্রতিদান।
অনন্তকাল থাক সুখি এটাই কামনা,
কেন যেন আজ ইচ্ছে হলো,
তাই দিলাম কাব্যিক উপহার।
==========