জীবন এক অদ্ভুত খেলা।
আমরা যতই করি অবহেলা,
জীবন থেমে থাকে না।
প্রতিদিন যোগ হয় কিছু নতুন,
মুছে যায় কিছু পুরনো।
স্মৃতির সাগরে প্রতিনিয়ত ঢেউ ওঠে,
তীর ভাঙে, আবার নতুন তীর গড়ে।

স্মৃতি নিয়ে এই খেলা কখনো আনন্দের,
কখনো কষ্টের।
একটা দৃশ্য, একটা গন্ধ বা একটা স্মৃতি,
হয়তো কোনো পুরনো কথা—
মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত।
আমরা চাই হয়তো ভুলতে,
কিন্তু স্মৃতি দেয় না পালাতে।
এগুলো আমাদের সঙ্গী,
কখনো কাছের, কখনো দূরের।

জীবনকে যতই করি হেলা,
স্মৃতিরা জীবন থেকে দূরে থাকেনা।
প্রতিটি পদক্ষেপের সঙ্গে, থাকে মিশে!
কখনো আড়ালে, কখনো প্রকাশ্যে।
জীবন সাগরে ভেসে চলি আমরা,
স্মৃতির ঢেউগুলো নিয়ে—
চলতে থাকে সেই অনন্ত খেলা।

========