সমাজের আঁচে নামে লেলিহান অতল,  
বিভাজনের ছাপে, লজ্জা ভরা জীবন।  
প্রেম ও সহমর্মিতা নিঃসন্তোষের মাঝে,  
অহংকারের ঝুঁকি ভাঙে সাহায্য নিতে।  

কষ্টের ভিড়ে হারানো তারুণ্য একা,  
সমৃদ্ধি ধ্বসে পড়ে, পথে পথে ধোঁকা।  
দুঃখের অগ্নিদগ্ধ হৃদয়ে নির্বাসন,  
আশার আলোরা সব আঁধারে ম্লান।  

প্রজাপতি, স্রষ্টার মৌলিক অধিকার,  
মানুষ, হুঁশ হাড়িয়ে, ধ্বংসে তৈয়ার।  
সমাজের রঙে নেই বিরঙ্গনায় ছায়া,  
সকল প্রগতির পথে আজ, কালো ধোঁয়া।  

সমাজ কল্যানে ভরা, নকল চেহারা,  
ভালোবাসা নেই তাই ভেদাভেদে ভরা।  
একটি সুস্ত সমাজ, একটি সুস্ত পরিবার,  
প্রেমের সংগে রংবেরঙে সৃষ্টি দুনিয়ার।

========