এমনও হতে পারে কভু জানা ছিল না,
অথচ কী অবলীলায় মেঘ না চাইতেই
জল!
নিঃষ্ঠুর সময় আর প্রতিকূল পরিবেশ,
চীনের প্রাচীর হয়ে সামনে না দাঁড়ালে
হিমালয়ে জমাকৃত সব বরফ গলে সেবার
একাকার হয়ে যেত নিশ্চিত!
অবাধ্য ঝরনার সালোয়ার উঁচিয়ে দূর বহুদূর যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল,
শ্বাপদসংকুল পরিবেশ সে সুযোগ দেয়নি।
এতো সহজে কিছুই পেতে নেই-
তা আলবাত জানি।
অবশেষে ঝরনার উন্মাত্তাল আলিঙ্গন আর ওষ্ট-অধর চতুষ্টয় মিলনের তৃপ্তিটুকু
বুকে চেপে নিয়ে প্রস্থান করলাম!
আবারও হয়তো হবে দেখা দুর্ভেদ্য সেই প্রাচীর
টপকে
কোনো এক জোনাক জ্বলা রাতে,
সেই তন্বি তনুলতা ঝরনার সাথে।।
========