দূর প্রবাসে, পাখির মত, চলেছে উড়ে মন,
স্বপ্ন, সুখ, আশা-আকাঙ্ক্ষা, নেই কিছু এখন!
অজানা দেশে, অচেনা হয়ে, মেঘের ছায়া ধরি,
প্রজাপতির মতো স্বপ্নে উড়ে, মিছে স্বপ্ন বুনি।
ভালোবাসা নিয়ে ঘুরছি একা, হৃদয় অদৃশ্যে,
স্মৃতির অম্বর, নিরাশা সব, মন ভরে হতাশা।
প্রবাস জীবন, সুখ সমাগম, স্বপ্ন সীমাহীন,
মিলন অপেক্ষার, দিন গুনে গুনে, চলছে জীবন!
প্রবাস জীবন, মায়া হারা সব, আলেয়ার ছায়া,
হারিয়ে যাওয়া স্মৃতির দুস্তর, আঁধারে জব্দ কায়া।
পথ হারানো পথিক যেন, হৃদয় বিকুঞ্জি মায়া,
হারিয়ে যাওয়া আকাশে উড়ে, স্বপ্ন ব্যথার ধোঁয়া।
ক্লান্ত আঁধারে, দুস্তর ভারি, দূরত্বের স্তব্ধ ক্ষোভ,
অজানা দেশে, অচেনা বেশে, নীরব স্বাজে সব।
প্রবাসী মনে, লেখা ক্ষনে ক্ষনে, হারানো সব গান,
স্মৃতি স্বরনে, চোখে জ্বল এলে, কর্মে ঘামে ম্লান।
অজানা পথে, স্বপ্নের সাথে, চলেছি আজ একা,
আবেগে ভরা কান্নার পাহাড়, হৃদয়ে কষ্ট লিখা।
পানির মত অতল গভীর, নির্জন আধার রাত,
অপেক্ষার চোখে অশ্রু ঝরে, হৃদয়ে বৃষ্টি পাত।
দূরের প্রজাপতি, স্বপ্ন, সুখ, আশা ভালোবাসা,
সব হারিয়ে, স্মৃতি জড়িয়ে, চলছি একা একা!
প্রবাসী জীবন, হৃদয় ক্রন্দন, কেউ দেখে না ফিরে,
স্বপ্ন, অশ্রু, মিশে যায় সব, স্মৃতির আধার নীড়ে।
===========