জীবনের সবচেয়ে গভীর ইচ্ছে—
যেমন নদীর সাথে সাগরের মিলন,
তেমনই প্রিয়জনের অস্তিত্বের প্রতিটি স্তরে—
নিজের অস্তিত্বকে অনুভব করতে চাওয়া।
সুখে, দুঃখে, প্রতিদিনের ধুলোমাখা পথে,
তাহার'ই হাত ধরে এগিয়ে যেতে চাওয়া।
ঝড় আসুক, ঝরে পড়ুক ফুলের পাপড়ি,
তবু সে থাকবে পাশে, থাকবে কাছে।
থাকবে ক্লান্তি শেষে শান্তির আশ্রয় হয়ে।
জীবনের গল্পগুলো একসাথে হবে গাঁথা!
একসাথে হাতে হাত রেখে হবে চলা।
যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে হৃদয়ের ছোঁয়া,
থাকবে অমলিন স্মৃতির পুষ্প উদ্যান।
সে থাকবে সাথী হয়ে, থাকবে ছায়া হয়ে,
অন্ধকার, অনন্ত পথের সঙ্গী হয়ে থাকবে।
থাকবে ততদিন, যতদিন জীবন পথ চলবে।
থাকবে অব্যক্ত মনের ভাব প্রকাশের মাঝে।
========