মাঝেমাঝে ইগো দেখাতে হয়,
নিজের মূল্য বুঝাতে হয়,
সম্পর্কের বাধনও ছাড়তে হয়।

আপনি সবসময় তাকে মেসেজ দেবেন,
খোঁজ নেবেন, কথা বলবেন।
দিনশেষে আপনি না খুঁজলে,
তারও কোনো পাত্তা নেই।

এমন কিছু মানুষের কাছে,
নিজের ইগোটা দেখিয়ে দেবেন,
দোষের কিছু নেই, শুধু মুল্য বুঝানো।

বন্ধুত্ব বা ভালোবাসা,
যেই সম্পর্কই হোক,
সমান সমান থাকা জরুরী।

ভালোবাসা, সম্মান, আবদার,
অধিকার, আগ্রহ, আন্তরিকতা, মূল্যায়ন!
সবকিছু যদি সমান না হয়,
এমন সম্পর্ক রাখার মানে নেই।

মনে রাখবেন, জীবনের জন্যে সম্পর্ক,
সম্পর্কের জন্যে জীবন নয়!
সেখানে আপনার জীবনটাই সবচেয়ে দামী।

কারো সাথে নিজেকে মানিয়ে নেওয়া,
আর, নিজের জীবনকে সস্তা বানানো একই কথা।
আপনি একাই বেঁচে থাকার যোগ্য,

নিজের প্রাধান্য নেই!
নিজের মূল্য নেই!
নিজের মুল্যায়ন নেই!
এমন কোনো সম্পর্কে নিজেকে মানিয়ে থাকার চেয়ে,
একা থাকাই শ্রেয়।

========