প্রতিদিন সকালে সূর্য উঠে, দিনের শুরু হয়।
আরেকটা নতুন দিন, নতুন আশা, নতুন স্বপ্ন।
কিন্তু প্রতিদিনই যেন একই রকম।
একই পথ, একই গতি, একই রকম মুখগুলো।
মনে হয়, এ যেন এক আবর্তন,
যার থেকে বের হওয়া অসম্ভব।
এই প্রতিদিনের জীবনে আমরা হারিয়ে যাই।
হারিয়ে যাই আমাদের চিন্তায়, দায়িত্বে।
জীবন একরকম মেশিনে পরিণত হয়!
যার একমাত্র লক্ষ্য হলো সামনে এগিয়ে যাওয়া।
কিন্তু কোথায় সেই গন্তব্য?
কোথায় সেই মানে?
মাঝে মাঝে মনে হয়,
আমরা সবাই এক অদৃশ্য জালে জড়িয়ে আছি!
যে জাল আমাদের স্বপ্নগুলোকে আটকে রাখে।
আমাদের ইচ্ছেগুলোকে শ্বাসরুদ্ধ করে দেয়।
প্রতিদিনের জীবনে সেই জালকে আমরা—
আরো মজবুত করি, আরো দৃঢ় করি।
তবু, মাঝে মাঝে সেই জালের ফাঁকে একটা ক্ষীণ আলো দেখা যায়।
সেটা হয়তো কোন ছোট্ট আনন্দ, প্রিয়জনের হাসি, অথবা কোন মুহূর্তের শান্তি।
সেই আলোর জন্যই আমরা বেঁচে থাকি,
সেই ছোট্ট মুহূর্তগুলোই আমাদের দিনগুলোকে অর্থপূর্ণ করে তোলে।
প্রতিদিনের গল্পগুলো একই রকম হলেও,
প্রতিটা দিনের মধ্যে লুকিয়ে থাকে নতুন কোন আশা।
নতুন কোন ভবিষ্যতে'র চিন্তা চেতনা।
হয়তো আজকের দিনটা অন্য রকম হবে,
হয়তো আজকের দিনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল মানে।
লুকিয়ে আছে, জীবনের হাসোজ্জল এক সুর্য সকাল।
==========