ঝড়ে পড়া হলদে পাতার,মর্মর শব্দে গন্তব্যে পা বাড়ায়,
অকালে ঝড়ে যাওয়া প্রতিভাধর চোখে বেদনার চকচকে অশ্রুকণা ঝরে যায়,
তাই আজ নির্বাসিত-চির-নির্বাসিত মন ছুটে যায়, ছুটে যায়!

শিউলিমালার চিড়ল কন্ঠে বাজত গান,
আজ সেই বাকশক্তি হারায়,
হৃদয় কাঁপানো হাসির শব্দে ছিল মুখরিত,
আজ সে মুখে বেদনার বিলাপ, হায়!
তা দেখে নির্বাসিত-চির-নির্বাসিত মন ছুটে যায়, ছুটে যায়!

চোখযুগল জলকণায় লুকায়
সব দেখে ক্লান্ত-শ্রান্ত আর শুকনো এলোকেশে ছুটে আসা বিদ্যুতের মতন -
সবই ফুরোবে শেষ চিলেকোঠায়,
অবুঝের মতো নির্বাসিত-চির-নির্বাসিত মন ছুটে যায়, ছুটে যায়!

========