রাত গভীর, ঘুম আসছে না।
জানালার বাইরে চাঁদ, আকাশে স্থির হয়ে আছে!
স্থির হয়ে আছে যেন, আমার অপেক্ষার সঙ্গী হতে।
ঘরের ভেতর যেন পিনপতন নীরবতা, স্তব্ধ!
শুধুই ঘড়ির কাঁটার টিকটিক শব্দ।
সময় স্রোতের এই অদৃশ্য চলা,
নিষ্ঠুর হাহাকার এই যে একেলা পনা—
মনে হয় যেন আমাকে কোথাও নিয়ে যাচ্ছে!
অথচ গন্তব্যের কোনো ঠিকানা নেই।

বিছানায় শুয়ে আছি—
অথচ মনের মধ্যে চলছে এক অস্থিরতা।
কত কথা মনে আসে, আবার হারিয়ে যায়।
কিছু কথা বলা হয় না,
কিছু কথা বলে ফেলা যায় না।
প্রতিটা মুহূর্ত যেন একেকটা অসমাপ্ত গল্প।

জীবনের এই প্রতীক্ষা, এই অনন্ত চলা,
কোনোদিন কি শেষ হয়?
নাকি আমরা সবাই কেবলই অপেক্ষায় আছি—
কোন এক দূরের আলোর জন্য!
কোন এক অজানা প্রশান্তির জন্য!

হয়তো, এই নীরব রাতেই সেই উত্তর লুকিয়ে আছে।
হয়তো, ভেতরের অশান্তিটাই আমাদের সত্যিকারের সঙ্গী।
আর সেই সঙ্গীর সঙ্গে—
রাতের আকাশে একাকী ভেসে চলি!
ভেসে চলি ক্লান্ত, শ্রান্ত মনে,
ভেসে চলি কোনো এক অদৃশ্য আলোর সন্ধানে।

=========