একটা সময় ছিল, যখন সবকিছুই ছিল পূর্ণ।
আকাশে নীল ছিল, মাটিতে সবুজ।
জীবনে গান ছিল, আর প্রতিটি শ্বাসে জীবনের গন্ধ।
তারপর হঠাৎ করেই যেন সব বদলে গেল।
যেন কোনো এক অদৃশ্য হাত সবকিছু কেড়ে নিল!
আকাশে নীল নেই, মাটিতে সবুজ নেই,
জীবনে সেই সুর নেই, নেই কোন ছন্দ!

শূন্যতা—এ এক অদ্ভুত অনুভূতি।
যেন সবকিছু আছে, কিন্তু কিছুই নেই!
যেন সবকিছু ভাসছে, কিন্তু কোনো গন্তব্য নেই!
মানুষ আশেপাশে থাকে, কিন্তু মন যেন অন্য কোথাও!
এ শূন্যতা, পূর্ণতার থেকে অনেক ভারী।
কারণ, শূন্যতা মানে হলো অপেক্ষা।
অপেক্ষা একটা অজানা, অদেখা কিছু পূর্ণ হবে বলে।

কিন্তু সেই পূর্ণতার অপেক্ষায়, আমরা কি কখনও পূর্ণ হতে পারি?
নাকি শূন্যতার গভীরে ডুবে যেতে যেতে একদিন আমরাও শূন্য হয়ে যাই?
হয়তো এ প্রশ্নের উত্তর কোনো দিনই পাব না।
হয়তো এ শূন্যতা'ই আমাদের জীবনসঙ্গী,
আমাদের নীরব বন্ধু, একান্ত আপন।

শূন্যতা আমাদের শেখায় জীবন গদ্য,
আর পূর্ণতা হয়তো একটা মায়া।
বস্তুতপক্ষে, শূন্যতাই সত্য,
আর সেই সত্যের মাঝেই খুঁজে নিতে হবে নিজেকে,
খুঁজে নিতে হবে জীবনের বাস্তবতাকে।

=========