ধুলোর আস্তরণে ঢাকা পড়ে থাকা স্মৃতিরা,
আজও একা একা বয়ে বেড়াই।
কবে যেন খসে পড়েছিল সেই রোদ ঝলমলে দুপুর,
কবে মুছে গিয়েছিল পায়ের নিচের মাটির স্পর্শ।
দিনের পর দিন ধুলো জমেছে,
মনের গভীরে সেগুলো রূপ নিয়েছে ধূসর ছায়ায়।
একসময় যা ছিলো রঙিন, ছিলো ঝকঝকে,
আজ যেন সব ধূসর মলিন।

তোমার সেই হাসিটা মনে পড়ে,
এক পলকে হয়ে উঠত সবুজ, মনখারাপের দুপুর।
কিন্তু ধুলোর স্তূপে ঢাকা পড়ে গেছে সব আজ।
হাত বাড়িয়ে ছুঁতে চাই সেই পুরোনো সময়,
কিন্তু আঙুলের ফাঁকে গলে যায় শুধু ধুলো,
স্মৃতি আর ধরা দেয় না।

এখন শুধু একাকী বসে থাকি,
বসে থাকি এই ধুলো জমা দিনের ভেতর।
মলিন স্মৃতিরা এসে পাশে বসে,
মৃদু বাতাসে ভেসে যায় তারা।
ভেসে যায়, বয়ে চলা জীবনের পথে।
এই ধুলোমলিন স্মৃতিরা কখনো বন্ধ হয় না,
শুধু ঘুরে ঘুরে ফিরে আসে, আবার যায় হারিয়ে।

========