এতোদিন যারা করিতে সম্মান,
মুখোশের আড়ালে তারা'ই আজ বেইমান!
স্বার্থে'র লোভে হয়েছে বেসামাল।
এমন এক কলুষিত সমাজে বসবাস করি,
যেখানে সম্মান আর মর্যাদা মুদ্রার এপিঠ-ওপিঠ।
কিছুদিন আগেও যারা বন্ধুত্বের হাত বাড়িয়েছিল,
আজ তারা'ই স্বার্থে'র টানে মুখ ফিরিয়ে নিলো।
একসময় যে বন্ধুত্বের শপথ নিয়েছিলো,
সেই শপথ আজ মিথ্যে প্রমাণিত হলো।
সমাজের মুখোশ পরা মানুষগুলো স্বার্থে'র লোভে, নিজেদের রূপ প্রকাশ করেছে স্বার্থে'র ক্ষোভে!
যে হাত একসময় ছিলো সাহায্যের হাত,
সেই হাত নির্দ্ধিধায় করিছে আঘাত।
মানুষের এই স্বার্থপরতা'র মায়াজালে,
বন্ধুত্ব আর আত্মীয়তার স্রোত, ভেসে চলে।
যেখানে সম্মান আর মর্যাদার মূল্য নেই,
সেখানে কেবল বেইমানি মুখোশ পাই।
স্বার্থের লোভে সবাই সমান, বেইমান।
প্রকৃত বন্ধুত্বে'র খোঁজে পথ চলতে গিয়ে—
মুখোশের ভিড়ে হারিয়ে যাই।
তবুও, যদি মিলে কোথাও সত্যিকার মানুষের খোঁজ,
যারা স্বার্থে'র লোভে নয়, সম্মানের মূল্যে আপোষ।
নেই স্বার্থসিদ্ধি, যারা পড়ে না, বেইমানি মুখোশ।
মানুষ বড় বেইমান, অর্থে, স্বার্থে বেসামাল,
কিন্তু আশা মনে, খুঁজে পাবো মহা জনমনে,
খুঁজে পাবো একদিন, স্বার্থ ছাড়া সঙ্গীন!
খুঁজে পাবো, বেইমানে'র ভিড়ে,
সত্যিকারের বন্ধুত্বের চাদরে,
খুঁজে পাবো নিরেট, খাঁটি মানুষ।
==========