হৃদয়ের মাঝে এক বিশাল বালুচর!
যেখানে একসময় ছিল সবুজ ঘাসের কোমলতা।
ছিল মনের অগণিত স্বপ্নের ছায়া।
কিন্তু আজ, সেই সবুজের বদলে কেবল ধূসর শূন্যতা।
তুমিই তো ছিলে সেই ছায়া, ছিলে স্বপ্নের রঙ!
যা আমার অন্তরকে ভরিয়ে রাখতো।
তুমি যখন দূরে সরে গেলে, হয়ে গেলে পর,
হৃদয় বাগান শুকিয়ে, হয়ে গেল ধূলির বালুচর।
এই বালুচর নির্জন, একলা, নীরব!
মাঝে মাঝে বাতাস বয়ে যায়,
মনে করিয়ে দেয় পুরোনো দিনের স্মৃতি;
যেন শীতল এক শ্বাস, যা শুধু কষ্ট বাড়িয়ে দেয়।
তোমার সান্নিধ্য ছিল সেই বাতাসের মতো,
যা মরুর উপর দিয়ে বয়ে গিয়ে মুহূর্তে প্রাণ জাগায়।
কিন্তু সেই মুহূর্ত শেষে আবারও ফিরে আসে শূন্যতা,
ফিরে আসে আবার, ধুধু করা একান্ত একাকীত্বতা।
তুমি ছিলে ভালোলাগা, ছিলে হৃদয়ের আলো,
আজ তুমি হয়ে গেলে পর! তাই নেই ভালো।
আমার এই অন্তর যেন আজ, চিরকালীন বালুচর।
যেখানে কেবল ধুলোর নাচন আর নিস্তব্ধ ক্রন্দন।
=======