বি সি এস করা মেধাবি ছেলেটা,
স্বপ্নে'র পথে পা বাড়ায়,
দেশের সীমানা ছাড়িয়ে, পৃথিবীকে জানার আশায়।
ভীনদেশে পা বাড়ায়!
তার মেধা, তার যোগ্যতা, দেশে'র গর্ব,
কিন্তু দেশ তাকে ধরে রাখতে পারে না,
কর্মক্ষেত্রের সংকীর্ণ'তায়।

অন্যদিকে, অশিক্ষিত, মুর্খ ছেলেটা,
পাশের লব্ধ''তা, তোষামোদ, আর ক্ষমতা'র মদতে,
সরকারি চাকরি পেয়ে যায়!
দেশের শাসক, অথচ দেশের উন্নতি তার অজানা!
আনন্দের আড়ালে লুকিয়ে থাকে দেশের কান্না।

স্বাধীনতার বৃদ্ধ সৈনিক,
যার নিঃশ্বাসে ছিল দেশ মুক্তির আকাঙ্ক্ষা!
সে আজ হাত পেতে খায়।
তার সংগ্রাম, তার ত্যাগ, সবই বিফলে যায়!
শুধু ইতিহাসের পাতায় লেখা রয়।
বর্তমান তাকে ভুলে যায়,
তাঁর অবদানে'র দাম মিলেনা বাংলায়।

এ কেমন দেশ, এ কেমন বিচার!
যেখানে মেধা চলে যায় অজানা দেশে,
মূর্খতা প্রতিষ্ঠিত হয় মহা-সমাবেশে।
ত্যাগের কাহিনী হারিয়ে যায় নিঃস্ব সৈনিকের দুঃখে।
এ দেশ কখন তার প্রকৃত মূল্যায়ন করতে শিখবে?
এই অসমাপ্ত গল্পের কখন শেষ হবে?

========