তুমি আমার ছেড়া কাব্যের বয়ে যাওয়া শীতল স্নিগ্ধতা,
তুমিই যাকে হঠাৎই পেলাম নিয়ে শত মুগ্ধতা।

অন্ধকার বিরহে ভাঙ্গা-চোড়া সব, কালো ছায়া ঢাকা প্রতিক্ষণ,
কত যে রঙ্গিন আলো বয়ে এলে, হলো বুঝি নিরবতার অবসান।

দীর্ঘ আক্ষেপের হবে হয়তো এবারই অবশেষ!
শূন্য হাতে গড়ে নিও মোরে, তোমারই রবো বেশ।

হয়তো পেছনের বিষন্নতা আমায় টেনে নিবে বারবার,
তুমিই রবে, তবে দুঃখ দিয়ে যায় অমন সাধ্যি কার।

তুমি খুজে দেখো আমার মাঝে, পাবে অনেকটাই তোমার প্রিয় অনুভব,
কখনো যদি হারিয়েও যাই, হারাবে না তবুও আমার স্বপ্মস্মৃতি সব।

তুমি শেষ বেলায় আসা সুন্দর কোনো অবয়ব আমার পাশে
অযোগ্য আমি তবুও হয়তো আমাকে একটু ভালোবাসে।

========