সদ্য জেগেছে চাঁদ,
কুয়াশার ছাঁদে ঢাকা পড়ে গেছে
জ্যোৎস্না ছড়ানো রাত।
নিঝুম চারিপাশ-
একেলা আমি দৃষ্টি মেলেছি তাতে
কাহারো ছায়ার বিম্ব এঁকেছি আঁখির পাতায়।
আমি একেলা-
নিঝুম চারিপাশ।
ছায়া নয় সে মায়া হরিণ।
মেঘাচ্ছন্ন আকাশ।
নেই’ক আলোর পূর্বাভাষ কোনো-
প্রভাতের কত দেরি?
ঐ আসে তেড়ে সব বাঁধা ছেড়ে
ডিঙিয়ে মেঘের ভেড়ি।
আসা তার ভুল-
প্রভাত আসেনা’ক- আসে নিছক আলো
আঁধার জাগা আলোর পলশা মুছে দিতে কালো।
ব্যাহত আমার দৃষ্টি মেলা-
আলো আর আঁধারের লুকোচুরি
মিছে আমি, মিছে আমার ব্যর্থ আকুলি।
আমার মিনতি কেউ শোনে না
কেউ দেখে না কষ্টের ভার।
যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলা
পথ চেয়ে থাকা বলো কার?
কেউ আসেনা’ক। আসবেনা কখনো আর।
স্বপ্নগুলো রঙিন হবে না তার।
সাদাকালো-তুমি আর তোমার পৃথিবী।
হাজার বছরের ক্লান্তি গুলো-রাখা আছে,
রাখা আছে, আছে জমা।
বলতেই হবে!
তুমি ভুল করে পথ চেয়ে আছ
তাই, চাইতেই হবে ক্ষমা।
===========