চেয়েছিলাম ভোরের আলো শিশির সিক্ত
ভোর যে 'উদার' না এঁকে অন্য খেলায় অভিষিক্ত,
স্বপ্ন উড়ান অবাক কল্পনায় হকিকতে দূরে ছোটে
বাস্তব ক্ষেত্রে আগের ভোর আর দেখি না মোটে।
বিষিয়ে গেছে যাবতীয় 'দূষণে' সম্পর্কের ফুসফুস
দাউদাউ আগুন খেলা লক্ষ্যে উপরিপাতন বেহুঁশ,
নির্যাস ছুঁয়ে জড়সড় 'ভুঁইয়ে' বিষাদে জীবনযাপন
আজীবন কষ্ট সংগ্রাম সইতে হ'বে দূষণে আপন।
আগামী প্রজন্মের তরে কি রেখে যাচ্ছ আপামরে
সবকিছুই বেসুরো বৈকালিক স্থিতি যেন চিরতরে?
হা-হুতাশ নিভিয়ে একটুকু জ্বালো জ্ঞানের আলো
দেখবে 'প্রকৃতি' বাস্তব উপলব্ধিতে কত যে ভালো।
এসো কদমে কদমে এগিয়ে চলি হাতে রেখে হাত
পুনরায় রৌদ্রোজ্জ্বলে ভাসাই পূর্বের ন্যায় প্রভাত,
আর নয় শুধু শুধু 'কৃত্রিম' সুবাসে সুবাসিত হৃদয়
অন্তরের স্বীকারোক্তি, বোধগম্যে ছুঁয়ে হাঁটি সদয়।
========