হে ক্ষমতার পাষাণ মন্দির,
তোমার শীতল প্রাচীরে ধাক্কা খেয়ে ন্যায় ভেঙে আজ চুরমার হয়!
এক প্রান্তে জ্বলন্ত অঙ্গার,
অন্য প্রান্তে অলৌকিক আলোর নৃত্য!
এ যেন মহাজাগতিক প্রতারণা!
রণক্ষেত্রে মানুষের হৃদয় ছাই হয়,
আর তুমি সেই ছাই দিয়ে গড়ো সভ্যতার সৌধ!

তোমার প্রগল্ভ কণ্ঠে উচ্চারিত শান্তির মন্ত্রও—
লোহিত নদীর স্রোতে ডুবে যায়!
ন্যায়বিচারের শিকড়কে উপড়ে ফেলো অস্ত্রের গর্জনে!
তবু কপট মুখোশ পরে মানবতার দীপ জ্বালিয়ে তোমার নিষ্ঠুর নৃত্য অব্যাহত থাকে।

তুমি দহন করো ইতিহাস,
কিন্তু লিখে যাও বিজয়ের কাব্য।
তুমি তৃষ্ণার্ত রক্তের!
তুমি ক্ষুধার্ত ক্ষমতার!
তোমার নির্মম উষ্ণতায় পুড়ে ছাই হয় দুর্বল প্রাণ,
আর তুমি সেই ছাই দিয়ে আঁকো মহত্ত্বের মুখচ্ছবি!

=======