রাজনীতি এককালে ছিল মানুষের সেবা।
তখন নেতারা আসতেন জনগণের কল্যাণে,
তাদের মুখে ছিলো উন্নয়নের স্বপ্ন।
আজ সেই রাজনীতি হয়ে গেছে এক নিষ্ঠুর খেলা।
রাজনীতিবিদ'রা এখন এক একটা বুভুক্ষু হায়েনা,
তাদের চোখে গরিবে'র রক্ত অমৃত সুধা।
তারা এই রক্ত চুষে চুষে বানাচ্ছে অট্টালিকা,
তৈরি করছে নিজের স্বপ্নের পৃথিবী, অট্টালিকা।
অট্টালিকা'গুলো মনে করিয়ে দেয় গরিবের রক্তের স্রোত,
গরিব মানুষগুলো নিরীহ প্রাণীর মতো,
যাদের জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে।
তাদের পরিশ্রমের ঘাম,
তাদের রক্তের বিনিময়ে গড়ে উঠছে বিলাসবহুল প্রাসাদ।
হায়েনারা শিকার করে রাতের অন্ধকারে,
আর রাজনীতিবিদ'রা দিনের আলোতে।
তারা সব সময় খুঁজে ফেরে সুযোগের সন্ধান,
খুঁজে ফেরে গরিবের দুর্বলতা'র ফাঁক।
তাদের কথায় মধু, অথচ কাজের মাঝে বিষ।
তারা কথা দেয়, প্রতিশ্রুতি দেয়,
প্রতিশ্রুতি'র পেছনে থাকে শুধু শোষণে'র প্রলয়।
গরিবের প্রয়োজন শুধু ভোটের সময়,
ভোটের পর তারা চলে যায় অদৃশ্যালয়।
এই বুভুক্ষু হায়েনা'রা যতদিন থাকবে,
ততদিন গরিবের রক্তের দাম থাকবে না।
তাদের বিলাসিতা মনে করিয়ে দেয় গরিবের রক্তের স্রোত,
মনে করিয়ে দেয় গরিবের দুঃখ-কষ্টের পাহাড়।
আজ মহা ক্রান্তি লগ্নে দরকার এক নতুন ভোর,
যেখানে রাজনীতি হবে সত্যিকার সেবার প্রতীক, যেখানে থাকবে না কোনো মানুষ রুপি হায়েনা,
থাকবে না ভয়ংকর লোলুপ রক্তচোষা।
থাকবে শুধু মানবতার জয়গান।
========