চারদিকে রক্তের স্রোত বয়ে চলছে।
লাল বন্যা, তীব্রতায় ভরপুর!
রক্তের স্রোতে ঢেউ খেলে যায়,
যেন কোনও বিশাল দুঃখের দরিয়া ছুঁয়ে যাচ্ছে!
ছুয়ে যাচ্ছে চারপাশের প্রতিটি কোণ।
সেই রক্তে মিশে আছে যন্ত্রণা, ভয়, হারানোর বেদনা।  

রাস্তার পাশের ছোট্ট বাচ্চাটির চোখে ভয়ের চিহ্ন!
তার নিরীহ চাহনিতে প্রতিফলিত হচ্ছে বিপন্নতা।
সে জানে না কেন এত রক্ত!
কেন এত হাহাকার!
মায়ের কোল থেকে সে আর কখনো ফিরে আসবে না,
ফিরে আসবে কিনা, তাও সে জানে না।

বৃদ্ধ লোকটি হতাশায় নিমজ্জিত।
জীবনের শেষপ্রান্তে এসে সে দেখতে পেল নরক যন্ত্রণা!
তার স্মৃতিতে বেঁচে থাকা সব স্নিগ্ধ মুহূর্ত,
যেন এই রক্তের স্রোত গ্রাস করে নিলো।  

নদীর মত প্রবাহিত হচ্ছে রক্ত।
প্রতিটি ঢেউয়ে মিলিয়ে যাচ্ছে স্বপ্ন, আশা, মানবিকতা।
চারদিকে শোকের ছায়া, কান্নার হাহাকার!
তীব্রতা এতটাই যে, সূর্যের আলোও মলিন আধার।

এই রক্তের স্রোত, এই দামামা —
আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের কান্না —
সব কিছুর এক নিঃশব্দ সাক্ষী।
পৃথিবীর বুকে যেন এক নতুন ইতিহাস লেখা হচ্ছে,
যেখানে মানবতার কথা থাকলেও—
সেই ইতিহাসের প্রতিটি পাতায় রক্তের ছাপ থাকবে।

========