যত গোপন কথা বলবো তোমায়,
ছিলো আমার ভালোবাসায়।
কত না বলা কথা রয়ে গেছে
যন্ত্রণা ভরা হৃদয় মাঝে।
চোখের ভাষায় হতো কথা
মুখের ভাষায় নয়,
মনের ভাবনায় ছিলেনা তুমি
তবুও ভালো বেসেছিলাম।
হয়তো তুমিও চেয়েছিলে
বলবে কিছু আমাকে,
মনে ছিল দ্বিধা সংকোচ
তুমি পারোনি আজও বলতে ।
মনের অজান্তেই প্রেম আসে যায়
নীরব অভিমানে,
তবু বারে বারে হারায়ে খুঁজি
যে ছিলো আমার মনে।
হয়তো বা সে দুচোখ মেলে
পথ চেয়ে বসে আজও,
না বলা কথার অবুঝ মনকে
বোঝাতে পারেনি সেও।
নাম না জানা বিরহের প্রেম
কেন শুধু আসে যায় সেই মুখ,
দুচোখ ভরে দেখেছিলাম সেই
কালো মেয়ের কালো হরিণ চোখ।
========