যেদিন তোমায় প্রথম দেখেছিলাম—
মনে হয়েছিল তুমি মানবী নও!
তুমি রূপকথার রাজকন্যা।
তুমি নীল আকাশের নীল পরী……!
আর ভেবেছিলাম নীরবে,
একা একা আনমনে....
কিভাবে, কেমনে, কি ছলে, কি বলে—
বাধিবো তাহারে, নীলাদ্রি নীলাকে,
এই বুকের গভীরে!

তুমি হাঁটছিলে আনমনে,
আমি দেখছিলাম তাকিয়ে।
তখন মনে হয়েছিল……
তুমি ছন্দের তালে তালে নৃত্যরত!
হয়তো চোখের ভুল ছিলো তা,
হয়তো কল্পনার চোখে দেখেছিলাম—
তোমায় ঐ রুপে।
তাই চেয়েছিলাম তোমার ভালবাসা।

তাই মনে মনে নিরবে, আনমনে,
ভালবেসেছিলাম তোমাকে!
বলেছিলাম তোমাকে ভালবাসি।
তুমি রাগ করেছিলে আমার উপর,
কতটুকু রাগলে অপূর্ব সুন্দর হয় মানুষ
তা সেদিন দেখেছিলাম আমি তোমার মাঝে।
তোমার গালের স্বাজে চোখের নিংড়াইতে,
তার পর থেকেই বেরে গেল ব্যবধান।

কতটুকু ভালবাসলে দুরে থাকা যায়—
তুমি শিখিয়েছিলে আমাকে।
তাই তোমাকে ভালবেসে চলে এলাম দুরে!
তোমাকে আপন ভেবেও চলে এলাম সরে।
চলে এলাম শুভকামনা জমা করে।

কতটুকু কাদঁলে ভালবাসা যায়?
তুমি বলোনি আমায়, আমি বুঝে নিয়েছি।
তাই কাদঁতে চাই বৃষ্টির চেয়েও বেশী।
আর কায়মনে বলি, সুখী হও তুমি,
না হয় করিবো সদা মনের সাথে আলোড়ন,
তবু ভালো থেকো, অচেনা নীলাদ্রি প্রিয়জন।

=========