তোমরা চলে গেছ এক অজানালয়ে,
তবু রয়ে গেছে, এক অবিনশ্বর স্মৃতির উপস্থিতি।
রক্তাক্ত পথ ধরে এগিয়ে গিয়েছিলে,
গন্তব্য ছিল মুক্তির, স্বাধীনতা।
তোমাদের সেই দৃঢ় পদচারণা আজও শোনায় প্রতিধ্বনি,
প্রতিটি নির্জন বিকেলে, প্রতিটি ভোরের আকাশে।

তোমাদের আত্মত্যাগে রক্তিম হয়েছিল মাটি,
সেই রক্তে ফুটেছিল স্বাধীনতার কুসুম।
তোমরা দিয়েছ প্রশান্তিময় জীবন,
ফিরিয়ে দিয়েছো অবহেলি'তে হাসি,
প্রতিবাদ করেছিলে আদায়ে অধিকার।
এই পৃথিবীর প্রতিটি কণা তোমাদের স্মরণে মুগ্ধ,
সমুদ্রের প্রতিটি ঢেউ তোমাদের নামে গাইছে নিরন্তর।

হে শহীদ বঙ্গবীর—তোমরা শুধু ব্যক্তিত্বে নও,
তোমরা এক একটা ইতিহাস।
তোমাদের শপথের পরিধি ছড়িয়ে পড়েছে আজ—
ছড়িয়ে আছে সময়ের সীমানা পেরিয়ে,
ছড়িয়ে আছে আমাদের প্রতিটি দায়িত্ববোধে।
তোমাদের আগামীর স্বপ্ন এখনো জ্বলজ্বল,
সেই স্বপ্ন, আমাদের চলার পথের আলোকবর্তিকা।

তোমাদের স্মরণে জাতি নতুন করে প্রতিজ্ঞা নেয়,
প্রতিজ্ঞা—তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার।
তোমাদের ত্যাগের মূল্য যেন কখনো ভুলে না যাই,
সেই প্রতিজ্ঞা হোক প্রতিটি শ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে।
তোমরা ছিলে সাহসের মূর্তি,
তোমরা এখনো আছো হৃদয়ের গভীরে,
থাকবে অনন্তকাল বাংলার স্মৃতির নীড়ে।

তোমাদের স্মরণে সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা, অশ্রু অর্ঘ্য। তোমাদের ত্যাগের মহিমা পথ দেখাবে আঁধারে,
পথ দেখাবে— যুগে যুগে, যুগ-যুগান্তে।
হে শহীদ বীর, বীর এ বাংলাতে!

========