তুমি যেন একটি নীলাভ সকাল,
তবুও চোখের কোণে রক্তের লালাভ রেখা-
মাটির বুকে লুটিয়ে পড়ে থাকা স্বপ্নের সোনালী ভোর,
কত শতাব্দীর জমানো জ্বালা আর ত্যাগে তৈরি এই মাটি।

তোমার প্রতিটি ধূলিকণা, প্রতিটি পাতা,
বহন করে মুক্তির অঙ্গীকার।
প্রতি নদীর স্রোত, প্রত্যেক সাগরের ঢেউ,
গোপনে গল্প বলে কত লড়াইয়ের।

মেঘমালা ভেদ করে যে সূর্য ওঠে,
তার প্রতিটি কিরণ যেন রক্তিম,
সেই রক্তের রঙে লিখা আছে ইতিহাস,
একটি জাতির গর্ব, এক একটি শহীদের নাম।

তুমি রক্তে রাঙানো ধানক্ষেত,
তোমার কোলেই জন্ম নেয় নতুন দিনের স্বপ্ন,
আঁকড়ে ধরে প্রতিটি কুসুম,
তুমি এক সজীব প্রতীক।

তোমার হাওয়ায় মিশে থাকে সেই মধুর গন্ধ,
মুক্তিযোদ্ধার রক্তে ভেজা,
তুমি এক কাব্যের মত-
প্রতি শ্বাসে, প্রতি নিঃশ্বাসে,
গাঁথা আছে অমরগাঁথা!

তুমি এক রক্তাক্ত প্রেম,
তোমার বুকের গভীরে লুকানো ব্যথা,
তবুও এক উদিত সূর্য,
আলোকিত করবে এই জনপদ।

তুমি বাংলাদেশ-
তোমার বুকে লাল সবুজের পতাকা,
তুমি রক্তে, তুমি স্বপ্নে,
তুমি আমার মুক্তির গান।

========