অরুণিমার প্রাঙ্গণে জাগ্রত হয় নৈঃশব্দ্যের আরাধ্য ধ্বনি,
অন্ধকারের অবগুণ্ঠনে লুকিয়ে থাকে তমসার তীব্রতা।
সময়ের স্রোতে চূর্ণিত স্মৃতিরা জমে থাকে—
মিথ্যাচারের কারাগারে আবদ্ধ একেকটি বর্ণমালা।

নির্জনতায় মগ্ন হয়ে নক্ষত্রেরা যে গভীর নৃত্য করে,
তাতে আঁকা হয় চেতনার অন্তর্লীন রেখাপাত।
প্রতিটি শ্বাস যেন বহন করে অনন্তের অনুরণন,
যেখানে ভাষাহীন শব্দেরা খুঁজে পায় মুক্তির প্রতিধ্বনি।

কখনো কখনো প্রতীক্ষা এসে দাঁড়ায় কালের দ্বারে,
তার হাতে ধরা থাকে ভগ্নপ্রায় সম্ভাবনার অমৃতপাত্র।
তোমার স্পর্শের দ্যুতিতে সেই প্রতীক্ষা রূপান্তরিত হয়—
এক অনন্য সৃষ্টির নবীন অর্ঘ্যে।

তবুও, প্রলয়ের কান্নায় মিশে থাকে জীবনের তৃষ্ণা।
তোমার অনুপস্থিতি যেন এক অনিবার্য শূন্যতা,
যার গভীরে নেমে আসে প্রণয়ের নৈবেদ্য।
অরুণিমার অলিন্দে লেখা থাকে
অমরতার অপূর্ণ অধ্যায়।

==========