এসো অনামিকা আমার ভুবনে, না বলা গল্পের ভিরে,
এসো অনামিকা শ্যামল কোমল চঞ্চলা অপরাহ্নে।
ছড়িয়ে দিয়েছি দূর্বার গালিচা, এসো পূর্বাহ্ণে।

এসো বিষন্ন ভগ্ন হৃদয়ে, বসে থাকা আনমনে,
এসো অনামিকা এক প্রাতে, দক্ষিণা দরজাতে,
শুনাবো জীবনের সঞ্চিত নির্মল বসে নিরালাতে।

এসো নির্জনে আম্র কুঞ্জে গোধূলি সন্ধ্যায়,
দেখাবো একান্তে কি রুপে অন্দরে গড়েছি তোমায়।

এসো অনামিকা নির্জনে একা চাঁদের নিচে বসে,
সুধাবো তোমায় কি করে বেধেছি হৃদয় ধারার রসে।

চীরচেনা মনের নিস্তব্ধ কথনের লুকানো কিছু কথা,
সুধাবো তোমায় এসো বাগিচায় লুকানো যতো ব্যথা।

বলি বলি করে বলিনি তোমারে মনের আরাধনা,
যা করেছি পিছে এতোদিন বসে অলিক কল্পনা।

আজ তাই এসো পাশাপাশি বসো বলিতে চাই সব,
জানিনা আর কবে, সময় হবে, কখন ডাকিবে রব।

========