নারী......?
সে তো এক পুষ্পের ন্যায়.....!
যার সংস্পর্শে থাকা প্রতিটা বস্তুকে সে,
সর্বদা রঞ্জিত করে রাখে।
হোক না সেই পুষ্পটি কালো কিংবা উজ্জল,
সুরভিত অথবা ঘ্রানহীন।

শুধুমাত্র তাকে অবলোকন করেই,
আপন আত্মাতে সজীবতা ফিরিয়ে আনতে পারে।
একটুখানি সংস্পর্শ সমস্ত ক্লান্তিকে নিমিষেই ঝেরে ফেলতে পারে।
কেননা সে নিজে যেমনি ভাবে রঞ্জিত তেমনি রঞ্জনকারীনিও বটে।

আবার কখনো কখনো সে নিজের অজান্তেই
তার আশপাশকে রঞ্জিত ও মুগ্ধ করে ফেলে,
যা সে নিজে টেরও পায় না।
এই পুষ্প সত্তার মধ্যে স্নিগ্ধ একটা পবিত্রতা আছে,
যা কখনো কখনো মানুস্য জাতির হিংস্রতা ও কুৎসিত মনোভাবে কলুষিত করে ফেলে।

নারী এমন একটি সত্তা যা আত্মতৃপ্তির প্রতিচ্ছবি।
নারী  ভালোবাসা, নারী স্নেহ, নারী মায়া, মমতা!
আমরা ভালবাসি মা, বোন, স্ত্রী, মেয়ে .....
কারন, তারা সর্বদা চীর অলংকৃত ঐশ্বর্যময়ী নারী।

========