স্মৃতিরা ঘিরে ধরে রাতের নিস্তব্ধতায়
যেখানে কেউ নাই! কেউ নাই! তুমিও নাই!
আধার হলে পরে মনের আগুন জ্বলে,
সে আগুনে ভিতর বাহির সর্বত্র জ্বলে,
জ্বলে তোমার কায়া, ছায়া, আমার স্মৃতি,
আমার আশা আমার নিরাশা, আমার অনুভূতি।
সবই জ্বলে কস্টের লেলিহান শিখার মত।
আর আমি নিরবে স্রবন হয়ে রোদন করে যাই,
নিজেকে পবিত্র করার অপ্রান চেস্টায়...
নিজেকে নিরেট খাঁটি পাথরে পরিনতের চেস্টায়..
স্মৃতির পাহাড়কে আড়াল করি।
আড়াল করি আমার ভিতরের বর্তমান আমি টাকে।
অথচ এসব স্মৃতিরা আমার মাঝে সর্বদা সদাজাগ্রত!
আমি যতোই বেভুইয়ে বে-ভুলে লুকাতে চাই,
ততই যেন তাদের ফেটে বের হওয়ার উৎকন্ঠা সোচ্চার।
কষ্টেরা আজকাল রুমালের ভাজে, নয়তো..
টিসুর ভাজে পকেটে ঘুরা-ফিরা করে।
আর আমি সবাইকে বলে বেড়াই হাওয়া বা ময়লা।
আসলে সত্যিই তো তুমি এমনই কিছু,
চোখের মাঝে হাওয়া বা ময়লার মতোই তুমি -
বাস্তব তো সেটাই!
তুমি হাওয়া হয়ে.. চোখের ঝর্নার গতি দিয়েছো।
তোমার দেওয়া ময়লা ভালোবাসায়,
আমার হৃদয় পুড়ে কষ্টেরা পানি হয়ে ঝরে।
তবুও তো আমি চলে যাচ্ছি বা চলছি,
আর চলতে চলতেই হয়তো একদিন মিলিয়ে যাব,
মিলিয়ে যাব তুমি, আমি, সবাই সর্বত্র সর্বস্ব।
ঘুনে ধরা জীর্ণ গিটারে তাই আজ
একাই জীবনের করুন সুর তুলে যাই।
আর কায়মনে বলি, 'ভালো থেকো হে প্রিয়!!'
========