রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে—
তখন আমি পথে হারাই।
সড়কবাতির আলো, ছায়ায় মিলিয়ে যাই।
ঘুমিয়ে থাকা গাছেরা নীরবে ফিসফিস করে!
হাঁটতে হাঁটতে মনে হয়, এই শহর আমাকে চেনে না!
যেমন আমি নিজেকেও চিনি না পুরোপুরি।

জীবনের মানে খুঁজতে খুঁজতে কতবারই না হারিয়ে গেছি!
কখনো মানুষে, কখনো স্থানে;
একেকটা মুহূর্ত যেন একেকটা দরজা,
যেখান দিয়ে আমি ঢুকি কিন্তু আর ফিরতে পারি না।
ভেতরে কোথাও কিছু খুঁজছি,
অথচ জানি না, ঠিক কী তা!

হৃদয়ের ভেতরে খালি ঘরে কোন শব্দ নেই,
কেবল প্রতিধ্বনি।
ধ্বনি গুলো কেমন জানি অসম্পূর্ণ!
যেমন আমি নিজেই।
ভাঙা আয়নায় নিজেকে যেমন ঠিকঠাক দেখা যায় না,
আমার চেষ্টাগুলোও তেমনই কুয়াশাচ্ছন্ন।

আমি খুঁজি আলো—
কিন্তু অন্ধকারকেই যেন ভালোবেসে ফেলি।
এভাবে কি কেউ ফিরে পায় নিজেকে?
নাকি সবাই একদিন হারিয়ে যাই নিজের ভিতরে?

=========