বিতৃষ্ণার ছায়ায় ঢাকা অসহ্য দিনগুলো,
নীরবতার মায়ায় বন্দী, জীবন সোপান।
অবসন্ন হৃদয়ের আনাচে কানাচে,
যন্ত্রণার আঁচলে হারিয়ে যায় সব ভালোলাগা।

প্রত্যাশার ম্লান আলোয় ভেসে যায় রাত,
নিদ্রাহীন চোখে খুঁজে ফিরি শান্তির হাত।
বিরক্তির বোঝায় ঝুঁকে পড়ে বৈরী মন,
সুখের খোঁজে অনিশ্চিত যাত্রা প্রতিক্ষণ।

সময়ের স্রোতে ভেসে আসে বিবর্ণ বেদনা,
প্রতি মুহূর্তে জমে থাকে তীব্র বিষণ্ণতা।
শব্দহীন কণ্ঠে জমে থাকে আক্ষেপের গান,
বিতৃষ্ণার ছায়ায় ঢেকে আজ জীবন ম্লান।

তবুও, ওই দূরে ছোট্ট আশার আলো,
বিতৃষ্ণার মাঝেও নতুন সুখ দেখালো।
আশার পরশে মুছে যাবে সকল বিষাদ,
আধার ছায়ায় ফুটবে জোছনা ভরা রাত।

বিতৃষ্ণার জীবনের প্রতিটি ধুলি কণায়,
নতুন স্বপ্নের বীজ বুনে যাই নিরন্তর।
যেন একদিন সেই বিতৃষ্ণার আঁধারে,
জ্বলে উঠে সুখ প্রদীপ মহা-সমারোহে।

========