নির্জনতার দীর্ঘতম অধ্যায়ে, সংযমের দীপাধারে দগ্ধ হয় দেহ-মন।
ক্লান্ত আত্মা বিসর্জিত করে আত্মগর্ব,
কঠোর নিয়ন্ত্রণের শৃঙ্খলে বন্দি ইচ্ছার দুরন্ত অশ্ব।
রক্তের কণায় মিশে যায় প্রশান্তি,
অন্তরের গভীরে প্রতিধ্বনিত হয় ক্ষমার নিনাদ।
তাঁরার অঞ্জলি ছড়িয়ে দেয় রাতের আকাশ,
প্রতীক্ষার ক্লান্ত পথের শেষে উদিত হয় শাওয়ালের চাঁদ।
এক নিমেষে গলে যায় ত্রিশ রাতের নির্বাক তপস্যা,
জেগে ওঠে হৃদয়ের নিরাভরণ উচ্ছ্বাস।
ঈদের সুবর্ণ প্রভাত আসে দিগন্ত ছুঁয়ে,
মসজিদের মিনার থেকে ধেয়ে আসে তাকবিরের মহামন্ত্র।
মাটির শিরা-উপশিরায় প্রবাহিত হয় এক মোহময় অপার্থিব প্রশান্তি।
নতজানু হৃদয়ে প্রতিধ্বনিত হয় দয়ার সুর,
বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়ে অপার উদারতা।
স্নিগ্ধ শুভ্র পোশাকের গাম্ভীর্যে মুড়ে যায় দেহ—
আত্মা হয়ে ওঠে আরও নির্মল, আরও বিশুদ্ধ।
অপরিচিত হাতের মৃদু স্পর্শেও জেগে ওঠে ভালোবাসার উষ্ণতা।
দুঃখী মুখে ফুটে ওঠে প্রশান্তির মলিন হাসি,
করুণার রসে সিক্ত হয় মানবতার ধূলিধূসর পথ।
ঈদ কেবল একদিনের উল্লাস নয়, ঈদ এক অনিবার্য আত্মবিসর্জন।
এটি নিছক আনন্দের উৎসব নয়, এটি এক আত্মশুদ্ধির শৃঙ্গার।
ঈদ মানে পরম সহিষ্ণুতা, ঈদ মানে উদারতার সুগন্ধি।
ঈদ এক মহাকাব্য, যার প্রতিটি শব্দে জ্বলজ্বল করে মানবতার চিরন্তন জ্যোতি।
========
ঈদ মুবারক ☪️