জীবনের প্রারম্ভে কিছু দৃশ্য ঝাপসা স্মৃতির মতো, ধুলোতে উড়ে যায় স্পষ্টতায়,
তোমার প্রচন্ড অনিহা আর নীরবতায়,
নীরব হয়ে বিশাল দিগন্তে ব্যাকুল বাসনায়,
আঁকড়ে ধরে রাখা সারাক্ষণ।

অনড় অবিচল আমার সমস্ত সত্ত্বা,
তোমার অপেক্ষায় স্পর্শের উত্তাপে,
অদৃশ্য সুঁতোয় বেঁধে রাখা শীতার্ত রাত্রির মতো -
প্রত্যাবর্তনের পথে ধাবমান নিরন্তর।

তোমার নীরবতা আমাকে কাঁদায় প্রতিক্ষণ,
আমার অভিমান ভরা ব্যাকুলতা,
অযথাই তোমাকে অহংকারী করে তোলে,
আর আমাকে শুভ্র তুষারপাতের মতো,
নীরব কান্নার বাসনা জাগায় অবিরাম।

তোমাকে ছুঁতে চেয়েছি শত অনুরাগে,
হাজারো মন খারাপের বিষন্ন উৎসবে,
একান্ত বিরহের অনুতাপে অথবা সজীব কোমলতায়,
না পাওয়া ভালোবাসার কোনো পঠিত অধ্যায়ে,
স্বপ্নহীন একান্ত নিরিবিলি ছলছল দুচোখে।

=========