আমি পেরেছি তোমাকে দূর থেকে ও ভালোবাসতে-
শুধু বলতে পারি নি,
একরাশ ভালোবাসা আজও তোমার জন্য..
মনের এক কোণে শুকনো বকুল ফুলের মতো যত্নে আগলে রেখেছি।
এই যে তোমাকে চাইলে এক পলক দেখতে পারছি না,
তোমার স্পর্শ অনুভব করতে পারছি না..
চাইলেও তোমাকে বলতে পারছি না 'হ্যাঁ ভালোবাসি,
এই আক্ষেপ গুলোই তোমার প্রতি আমার ভালোবাসা টিকিয়ে রেখেছে।
হয়তো কোন এক ভোরে শিশিরের মৃদু উষ্ণতায়..
শিউলি ফুলের মনোরম সুগন্ধি,
তোমার কাছে বয়ে নিয়ে যাবে আমার মনের কথা গুলো,
সেদিন না হয় আবার চাইলে কথা হবে।
ততদিন তোমার অগোচরে আমার অপেক্ষা বহমান সমুদ্রের ঢেউয়ের মতো জীবন্ত রয়ে যাবে।
========