বিতৃষ্ণার জীবন চলা ক্লান্তিকর পথ,
প্রতিটি পদক্ষেপে আসে শুধুই হতাশা।
রঙহীন দিনের মতো নিরবচ্ছিন্ন চলা,
অসীম নৈঃশব্দ্যে ঢেকে যায় আশা।
স্বপ্নেরা হারায় রাত্রির অন্ধকারে,
আলো খুঁজে পায় না মাহেন্দ্র ক্ষণে।
সুখের গানগুলো হয় নিস্তব্ধ ম্লান,
বিতৃষ্ণার ভারে নতজানু ধ্যান-মন।
প্রতিদিন জীবনযাত্রা, বেঁচে থাকা বোঝা,
নতুন দিনের প্রতীক্ষা, অপেক্ষার মোহনা।
কালের চাকার ঘূর্ণনে হারায় আনন্দ,
অসহায় হৃদয়ে জাগে যন্ত্রণার দ্বন্দ্ব।
আশার প্রদীপ আলো হয়ে যায় ম্লান,
বিতৃষ্ণার অন্ধকারে ডুবে যায় প্রাণ।
তবু সেই অন্ধকারে খুঁজে ফিরি আলো,
মুক্তি পথের প্রত্যাশায় জীবন এলোমেলো।
বিতৃষ্ণার জীবন লগ্নে চাই নতুন দিন,
যেথায় আনন্দের পাখিরা গায় সুমধুর বীন!
নতুন আলোয় ভরবে মন, মুছে যাবে ব্যথা,
বিতৃষ্ণার জীবনেও জাগবে নবস্বপ্ন প্রিয়তা।
========