অভাবের সংসার মানে নয় কেবল অর্থের অভাব,
বরং সময়, স্বপ্ন, আর আত্মমর্যাদারও অভাব।
একটা ভাঙা ঘরের ভেতরে দিন কাটে,
জানালায় নীল আকাশ দেখা যায় না,
শুধু পুরোনো কাপড়ের মতো ঝুলে থাকে হতাশা।
মাটির সোঁদা গন্ধে মিশে থাকে অব্যক্ত কান্নার ধ্বনি,
মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে দারিদ্র্যের নিদারুণ রোলারে।
বাইরে বৃষ্টি নামে,
কিন্তু সে বৃষ্টির শীতল ছোঁয়া আসে না ঘরের ভেতর।
রুটির মতো খসখসে হাহাকার দিনগুলো!
রাতের খিদে চিৎকার করে উদার পিন্ডে,
কিন্তু কেউ শোনে না।
শুয়ে শুয়ে দেখি রাতের আকাশ,
বুঝতে পারিনা কেন চাঁদের আলো এত নিষ্ঠুর।
স্বপ্ন দেখতে মানা,
কারণ স্বপ্ন ভাঙতে পারে না যা নেই,
ভাঙে শুধুই যেটুকু আছে।
দরিদ্রতা মানুষকে কেবল নিঃস্ব করে না,
মানুষকে নিজের ছায়া থেকেও ভীত করে তোলে।
তবু প্রতিটি দিন উঠে সূর্য,
উঠে নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে,
যদিও আমি জানি,
সেই প্রতিশ্রুতি শুধু আমার জন্য নয়।
তবু, ধৈর্য ধরে বেঁচে আছি, কারণ—
বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়,
একদিনের জন্য হলেও লড়াই চালিয়ে যাওয়া।
=======