কে আছো?
আমাকে ব্যথা দেও
যেন মা-গো বলে চিৎকার আসে।
আজ মাকে খুব মনে পড়ে।

কে আছো?
আমাকে ব্যথা দেও
যেন নয়নে অশ্রু আসে।
আজ মাকে খুব মনে পড়ে।

কেউ কি আছো?
মাকে কি একটু বলবে,
মা যেন দেখা দেয় স্বপ্নে।
আজ মাকে খুব মনে পড়ে।

আছো কেউ!
বলো মাকে
তারা হয়ে যেন দেখা দেয় গগনে।
দেখবো মাকে;
আজ যে মাকে খুব মনে পড়ে।

২৯ মার্চ ২০২২