মানে না মন
খোজে সর্বাক্ষণ।
লোকারন্যর ভিড়ে
আকাশের চাঁদ মিলে।

ভেবোছ খুঁজিনি তারে
তার খোঁজ অন্তরের গহীনে।
তারে খুঁজি দিবস-রজনী
ধ্যানে- জ্ঞানে।

তারে পাওয়া ভার
হয়েছে হার।
দিবস- রজনী অনিন্দ্রায়
পড়েছি কালির হার।

চিলে নিয়েছে কান
পিছু ছুটে যায় প্রাণ।
চিত্ত তুষ্টি
সুখ তার নাম।

২৩/১২/২৪
ঢাকা, বাংলাদেশ।