করো না অবহেলা
সৃষ্টি করেছে অবহেলিত,
সেচ্ছায় নিইনি এই অভিষাপ।

শুনতে পারি
দেখতে পারি
পারি না মুখে বলে;
করতে প্রতিবাদ।

তুমি তো শুনতে পারো
দেখতে পারো সবই,
বলতে পারো কথা;
তবুও কখনো করোনি প্রতিবাদ
বরং দিয়েছো সংঙ্গ অন্যায়ে।

প্রকৃতি তোমায় দিয়েছে সবই
সমাজ করেছে প্রতিবন্ধী
আমি তো কখনো করোনি তোমায় ধিক।
প্রতিবন্ধী বলো আমায়
আমি নই;
বরং তুমিই প্রতিবন্ধী ।

২৯ আগষ্ট ২০২২
খিলগাঁও, ঢাকা,
বাংলাদেশ।

"সহমর্মিতার সংবেদন"