ধর্ষণ শুধু জোরপূর্বক
কোনো মেয়ের শালীনতা নষ্ট করা নয়।
ধর্ষণ,
ঘরের বউকে অত্যাচার করা না।
ধর্ষণ করা হয় সমাজকে-
ঘখন সমাজের উচ্চশ্রেণি ভদ্রবেশি
নানা ভাবে অত্যাচারে করে সমাজকে।
তখন আমারাও হই ধর্ষণ।
ধর্ষণ শুধু কোনো নারী হয় না,
ধর্ষণ হই আমরাও,
ধর্ষণ হয় এই সমাজ,
এই সমাজের প্রতিটি মানুষ।
যখন কাউকে শুনি বলতে
দুঃখিত না বলে: সরি বলতে।
তখন ধর্ষিত হয় আমাদের বাংল ভাষা।
যখন কিছু লোক সুষ্ঠ রাজনীতিকে বিনীষ্ঠ করে
তখন ধর্ষিত হয় সমাজের রাজনীতি।
ধর্ষক শুধু পুরুষ নয়,
ধর্ষক অন্যরাও হয়।
ধর্ষক আমারা সকলে।
ধর্ষণ করি আমারা নানা ভাবে,
নিজেকে; সমাজকে।
* কবিতাটি কবে লেখা ভুলে গেছি।