অন্ধকার হাতরে
আমি এক জগত পাই।
সে জগতে তুমি ছাড়া;
আলো বলতে,
শুধু তুমি পাই।

০৫ নভেম্বর ২০২২