ভালবাসি তোমায়
তাই বলে
করো না অপমান।

ভালবাসি তোমায়
তাই বলে ভেবোনা
বিলিয়ে দিয়েছি সন্মান।

১১ অক্টোবর ২০২২