কেন তুমি দূরে গেলে?
দিয়ে গেলে হাতছানি।

কেন তুমি দেখা দিলে?
লুকালো চাঁদখানি।

কেন তুমি খোঁচা দিলে?
নাই যদি ভালবাসলে।

০২ অক্টোবর ২০২২
ঢাকা, বাংলাদেশ।